ছদ্মবেশী মুখোশের আড়ালে
কুঠুরীতে জন্ম দেয়া স্তুপীকৃত দেশদ্রোহীতাও
প্রেতাত্মার মেশিনে ঢুকালে দেশপ্রেম হয়ে প্রসব করে।
জং ধরা দেশপ্রেম মাপার যন্ত্রটি ইবলিসের কব্জায়,
তাই পক্ষাঘাতগ্রস্ত গহ্বরকেও ইদানিং
নিসর্গের সুখ বানিয়ে দেশময় নীখরচায় খাওয়ানো হয়।
ছিন্ন বিচ্ছিন্ন লাশ পুনরুদ্ধারের নামে
পা বরাবর প্রতিকার স্প্রে করা হয়,
তাই দেখে জনতা খুশিতে গদ গদ হয়ে
প্রেতাত্মার পুতুল নাচে আত্মপ্রসাদ লাভ করে।
ফেরারী সময় বসে বসে পেরেক চিবালেও
ছোকরা যুগের পাল্লায় পড়ে
কখনো বেত্রাঘাত থেকে পালিয়ে শিকলবন্ধী।
লাথি খেয়ে লাল বাতি জ্বালিয়ে ঘুমায়
মাধ্যাকর্ষণ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।