পৌষের সকাল,
কুয়াশার লম্বা লেজ জুড়ে
বিস্তার করে আছে শীতের আর্দ্র চুম্বন।
ধূসর সবুজ কাপেট জুড়ে
কান্না করা শিশুর স্ফটিক স্বচ্ছ অশ্রুর মতো
শিশির দানা জ্বলজ্বল করছে;
লজ্জায় মায়ের আঁচলে লুকিয়ে থাকা শিশুর মতো
সূর্য লুকিয়ে আছে
আকাশের বিস্তৃত আঁচলের আড়ালে।
প্রকৃতির এই বিশুদ্ধ আনন্দের ভেতর থেকে
কখনো কখনো ভেসে আসে
ঘাসেদের মৃদু ফিসফিস কথন,
কনকনে শীতের উস্কানিমূলক ঔদ্ধত্য,
অসংখ্য নগ্ন অঙ্গের আর্তনাদ,
ভূতের মতো দাঁড়িয়ে থাকা
কালের দীর্ঘশ্বাস থেকে জন্ম নেয়া ঘুমন্ত স্বপ্নদ্রষ্টার মুখচ্ছবি!