জীবনের গতি যবে, থমকে দাঁড়ায়
গোলক ধাঁধার চক্রে, জীবন হারায়,
হাসির প্রলেপে লুকায়, কান্নার ছাপ
সুখের মোড়কে অসুখ, অসহন তাপ।


অশেষ বিমর্ষ লয়ে, যাপি দিন-রাত
অজানা আশঙ্কায়, কাঁপে সদা হাত!
বিজলীর তড়পানে, তাপিত নিখীল
ভীতির শিকল পায়, সঁজীবনী নীল।


আশাহীন আবছায়ে, আলোর প্রভাত
জীবনের ছায়াপথে, নিনাদে নিপাত!
পরিত্রাণ অপগম, গিরিপথে খিল-
স্বপ্নরা খোয়া যায়, ভয়ভীত দিল।