গণতন্ত্র স্বাস্থ্য-ঝুঁকিতে থাকতে থাকতে
গত দেড় দশকে অচেতন হয়ে এখন কোমায়!
গণ’টা মারা গিয়ে তন্ত্রটা পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে;
সাথে স্বৈর’ যোগ হয়ে জনতার ঘাড়ে উদ্ভিগ্ন হয়ে চেপে আছে!
পুরো শরীরে পতঙ্গে খাওয়া ছিদ্র বহন করে
দাসত্বের প্রাচীন স্থানের বিজ্ঞাপণ ঝুলিয়ে রাখা হয়েছে
পক্ষপাতদুষ্ট দ্বিধার দরজায়!


বিদ্বেষ দিয়ে তৈরি সালাদ খেয়ে
নিমজ্জিত অন্ধকারে শিক্ষানবীশ মুহূর্ত হামাগুড়ি দেয়,
পৈত্রিক অনুমানগুলি সংশোধন না করেই
ঘরে তৈরী বিশৃঙ্খলা নিক্ষেপ করা হয় পুরো শরীরে;
দেশকে নিজের সম্পত্তি জ্ঞান করে
চেতনার সরবতের সাথে
মুক্তিযুদ্ধকে গুলিয়ে জনতাকে খাওয়ানো হয়,
স্বৈরতন্ত্র হালাল করার ব্যর্থ মতলবে!


এদিকে কষ্টের ভাঙাচোরা জীবন
কোন রকম আঁকড়ে ধরে আছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের বদনসীব দেশটি!