মেঘলা রাত,
কাঁদতে থাকা বাতাসের দাপট
অনুক্ষণ বদলে যাচ্ছে আকাশ,
ঘোর লাগা বৃষ্টির অবিরাম বর্ষণ,
দুর নীহারিকার নিশ্চল আলোটিও
অবরুদ্ধ।
বাষ্পযুক্ত সুখগুলো আঁকড়ে থাকে
আবেগের করোটি;
হতাশা সমাহিত করার ব্যার্থ প্রচেষ্টায়
ক্ষয় ধরা কিছু শব্দ নাচায় হাত,
অবহেলিত সুরক্ষায় সমাহিত স্বপ্ন
খনন প্রক্রিয়া অব্যাহত;
ভালোবাসার উপাদান খরচ করে
বিক্ষিপ্ত অনুপ্রেরণা অর্জনের ব্যার্থ চেষ্টা,
ফ্যাসিবাদী অভিশাপের কবলে পড়ে
ফুটপাতের হাঁটুতে আগুন;
রাতের দেয়ালে অপ্রত্যাশিত চুম্বনে বিড়ম্বনা ফিরে আসে,
গন্তব্য হারায় পথ,
গন্তব্যহীন উদ্ভ্রান্ত পথিক।