চকচকে মিথ্যার জৌলুস ও অনুপযুক্ত চিন্তা
চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধযুক্ত বিভেদ,
শিশুসুলভ আস্থায় বাড়ানো হচ্ছে ঘৃণার বয়স
হাওলাত করা বুদ্ধির ফাঁদে ফেলে
ছিঁড়ে যাওয়া গল্প বার বার জোড়াতালি দেয়া হচ্ছে;
চারদিকে স্বার্থপর এবং দুষ্ট চিন্তার বিস্তার
এবং ফন্দি ফিকিরকে হাসতে দেখে,
কে যেন এক খাবলা শব্দ ছুঁড়ে মারে তার মুখে!
শব্দগুলি ঠিক অন্ধকার যুগে আঘাত করে;
বিশ্বাসের চেনাশোনাগুলি
মসনদের চারদিকে ছড়িয়ে পড়তে থাকে বলে
বিনষ্ট বিশ্বাস দূরত্বের গর্জন থামাতে পারেনা,
সুযোগ পেয়ে নিস্তেজ বিচ্ছিন্নতাগুলো
যন্ত্রণাদায়ক সৌন্দর্যের চিৎকারে জেগে উঠতে শুরু করে;
তুমিও জেগে ওঠ
গর্জে ওঠ ঘুমন্ত বাংলাদেশ!
-------------------------------
হাওলাত করা> ধার করা