আমি শরতের গায়ে হাত বুলাই
কাশ ফুলের নরম ছোয়ার প্রত্যাশায়
হতাশ হই, স্পর্শ পাই শীতের খসখসে আলিঙ্গন;
আমি বসন্তকে বগলদাবা করতে চাই,
পৃথিবীর মানুষকে স্বস্তি উপহার দেবার অভিপ্রায়ে,
হতাশায় নিমজ্জিত হয়ে লাজুক স্বরে বসন্ত বলে-
আগের মতো আমার ঠোটে আর পেলবতা নেই
অতিবেগুনী রশ্মী খেয়ে ফেলে আমার লাবন্যতা,
আমার কুচকানো বুড়ো চামড়ায় তোমার জন্য সন্তুষ্টি নেই।
আমি কি শরত ও বসন্তকেও চিনতে পারছি না!
অথচ প্রতিনিয়ত-
গ্রীষ্মের চমৎকার স্নেহগুলো
বিস্ফোরিত হতে থাকে আমার মননে।