এক পরাক্রমশালী হাত-
এক থাপ্পরে ফেলে দেয়, এক জোয়ানের দাঁত!
জোয়ানের দল, পানি দিয়ে দাঁত খানা গিলে ফেলে বেমালুম,
ভুল করে জনতা ঠাওরায় পরাক্রম!
সন্দেহ জোড়, ভেতরের দাঁত আর বাইরের ইজ্জত
রক্ষা পাবে কি? সহি ও সালামত!


চাহিবামাত্র ফ্যাসিবাদকে নতজানু সেবা দিতে বাধ্য থাকিবেন!
অজ্ঞানী থেকে বিজ্ঞানী, ঝাড়ুদার থেকে মেথর, সবার জন্য বাধ্যতামূলক জানিবেন!
আগে দেখা যেতো, বড় লোকেরা নিরাপত্তার জন্য কুত্তা পালে,
বন্ধুরা বলুনতো, এখন বড় লোকেরা কুত্তার বদলে কি পালে...?


বেকুব জনতার আন্দাজই ভুল
ছুঁইতেও পারেনি একগাছা চুল!
তাই বলে গর্বে ডাকবোনা পরাক্রম!
হোকনা কাজে-কামে নীচ বা নরাধম!
আমি প্রায়ই বলি ভাই-
লোহার মতো শক্ত করো পেছনের খুঁটিটি
বিক্রমে ধরতে পারবে রাষ্ট্রের টুঁটিটি,
ছুঁতে কেউ পারবেনা তোমার টিকিটি!


তোমরা যে যাই বলো ভাই,
মোল্লার চাইতে বড় দোষী এই জগতে নাই!
রক্ষিতা হোক আর পতিতা, পরাক্রমের সব জায়েজ
ভাবনা নেই, তোমার ঝোলায় ঢুকে যাবে রাষ্ট্রের ফায়েজ!


হায় হায়! আমার দেশটা!
কোন দিকে যাচ্ছে ঘটনার রেশটা!
কি হবে চলমান নাটকের শেষটা!
ইতরের হাত ধরে মাফিয়ার পাল্লায়!
বাঁচাতে পারে আজ, কেবল এক আল্লায়!