রাতের চাদরে ঢাকা, দিনের করোটি
সব বাতি নিভে যায়, নিরালোক ধরা
বিদঘুটে অন্ধকার, অপায় ভ্রুকুটি!
ছমছম চারপাশ, ভয়ভীতি মোড়া!


তিমির ঘনিয়ে আসে, আখোলা প্রবেশ-
মসজিদ, দেবালয়, গির্জার আগল,
রাতের পৃথিবী ঘুমে, উপাসনা শেষ!
দূরন্ত প্রকৃতি স্থির, নিস্তব্ধ সকল।


হুঁশিয়ার জেগে থাকে একটি সদন
ধনী-দীন, চোর-সাধু, সবাই কাতর
বিধাতার ভিক্ষা মাগে, আর্ত আরাধন
কেউবা ওপারে কারো, ভাঙে খেলাঘর!


আর্তের কান্নায় ভারী, কারো খোশ হাল-
ক্ষণ উপাসনালয়, এ হাসপাতাল!
----------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
--------------------------------
আমার এক পরিচিতের আত্মীয় বোনক্যান্সারে আক্রান্ত এবং কাউন্টিং কমে গত চারদিন ধরে লাইফ সাপোর্টে আছেন। ফেরার কোন আশা নেই দেখে ডাক্তার আজকে তার সাপোর্ট খুলে দিয়ে তাকে চিরতরে রিলিজ করে দেবেন বলে শুনেছি! কথাগুলি তিন চারদিন যাবত খুব কষ্ট দিচ্ছিলো! কিন্তু লেখার কোন সুযোগ পাচ্ছিলাম না। বন্ধুদের উদ্দেশ্যে আজকে টেনে টুনে একটা কিছু দাঁড় করালাম। আসরের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে খাছ দোয়া ও শুভকামনা রাখছি।