হাতছাড়া হওয়া সুখকে খুঁজতে গিয়ে
অনেক সময়
অনিদ্রার সাহসী সেনাদের হাতে গ্রেফতার হয়ে যাই!
তাই অনিচ্ছাকৃত আটকের হাত থেকে বাঁচতে
হতাশার শেষকৃত্য করা আর হয়ে ওঠেনা!
দোষযুক্ত স্যাঁতস্যাতে ভাবনার ফাঁদে পড়ে
অনেক সময় বিনামূল্যে অবসর উপভোগ করতে হয়;
তাই বাষ্পীয় সুখের আগাছায় ভরে গেছে
অজানা থেকে জানা গন্তব্যের আঙ্গিনা!
আবেগগুলোকে জিইয়ে রাখি
কারাবন্দী বজ্রপাতের ঘরে,
দৃশ্যমান ভাঙাচোরা অভিমানগুলো
প্রায়ই ঠাট্টা-বিদ্রূপের আশ্রয়ে বড় হতে থাকে,
কম গুরুত্বপূর্ণ বাসনার ছোট ছোট টুকরা জমিয়ে
রুখতে চাই
অসন্তুষ্ট ইচ্ছার বিপথগামী অভিশাপ!