চলছে মজার  কাণ্ড খানা
সাধুর হাতে জাদুর আয়না
দেখবে যদি আয়না পটে
যা দেখ তার উল্টা ঘটে।


দেখবে  তুমি  লোকারণ্য
আয়না  দেখায়  জনশুন্য
তুমি দেখবে উল্টা পা'য়-
লোকটি হেঁটে সামনে যায়!


যেথা আছে চোরের খনি
তুমি  দেখবে  ঋষি-মুনি
কাজলা পাড়ে ভাগাড়'ডা
সেথায় দেখবে কানাডা।


যদি কোথাও ধ্বংস-গর্ত
চোখে ভাসবে স্বর্গ মর্ত
স্তুতিপাঠক, স্তাবক ভুত
তুমি দেখবে  স্বর্গ দূত।


সৎ মানুষের সঠিক কদর
দেখতে পাবে লটর-পটর
শহর ব্যাপী ধুলার আদর
মালুম হবে শ্যামল চাদর।

মেধাবী চোর তল্পিবাহক
সেথায় দেখায় ধর্মযাজক
উন্নয়ন আর জোয়ারটা
দেখবে ঘোড়ার ডিমটা।