অন্ধকূপে আত্মাকে বিক্রি করে দিয়ে,
কিছু জালিয়াত নীতিবাগিশ,
এক চেটিয়া ধাউড় চাষ করে যাচ্ছে দেশের জমিনে;
বুদ্ধি বেঁচে খায় মর্মে, নিজের হাতে বোনা,
বিস্ময়কর গৌরবের চাদর দিয়ে, মুখ ঢেকে রাখলেও
তাদের মাথায় সব সময়,
ব্যাপক ঘৃণা ও লজ্জার মুকুট শোভা পেতে থাকে, এবং
তাদের কাছ থেকে, সমস্ত হায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে!
ভাব ছাড়া তাদের আর কিছু না থাকলেও
জনতাকে ঠকানোর সব রকম কৌশল জানা আছে বলে,
স্বৈরাচার তাদের উচ্ছিষ্ট খাইয়ে তাজা রাখে।
শক্তিশালী মিথ্যার মোড়কে ভন্ডামী ও প্রতারণা
বিলি করতে থাকে জনতার মাঝে;
তাই সেই উচ্ছিষ্টের কৃতজ্ঞতা স্বরূপ,
দেশ মাতার হাতে ধরিয়ে দেয় ভাঙা হারিকেন!
এসব গাদ্দারের বেপরোয়া ধান্ধা ধরা পড়লেও,
পেশাদার সতর্কতার অভাবে, জনতা মার খায়, এবং
কূলের সন্ধানে, জীবনপণ সাঁতরাতে থাকে।
তাই, প্রতিরক্ষামূলক স্তরগুলি ভেঙ্গে গিয়ে,
জনতার অবচেতন স্তরে,
দিনে দিনে জমা হতে থাকে হাজারো ক্রোধ!