তিন-পুরুষের কর্ম আমার, পেশায় আমি জেলে
নদী-নালা খালে-বিলে, কাটাই হেসে খেলে।
জোয়ার-ভাটার হিসেব রেখে, জলে ফেলি জাল
কখন মাছটি পড়বে ধরা, বুঝে পানির হাল।
মাছের নেশায় দিবা রাতি, পাই  বা না পাই
পেটের দায়ে লেগে থাকা, ভিন্ন উপায় নাই।
অনেক নদী ভরাট  হয়ে, নদীর  মাঝে  চর,
স্রোতের ধারা বন্ধ  হয়ে,  মরা পানির স্তর।
নদ-নদীতে মাছের আকাল, অতি অল্প পাই
দিনে দিনে বাড়ছে অভাব, বংশ বৃদ্ধি নাই।
কৃষি জমির কীট নাশকে, মাছের ডিমে ক্ষয়
লোভী  কিছু জেলের লোভে, চারা নষ্ট হয়।
রেনু ছাড়ার সময় হলে, কানুন প্রয়োগ নেই
মা মাছেদের মেরে ফেলে, নজরদারী নেই।
এমনি যদি চলতে থাকে, দেশী মাছের জাত
দিনে দিনে বিলীন হবে, জুটবে না আর ভাত।
অভাব মোদের নিত্য সঙ্গী, পেট চলেনা আর
অন্য কোন কাজ জানিনা, জীবন যে আঁধার।