এক যে ছিল  জুজু  বুড়ি
বয়স যে তার চার কুড়ি
কথা বার্তায় পুঁচকে ছুঁড়ি
বালখিল্যতার জুড়ি নাই।


ছল চাতুরী কথার ঠেলায়
লুকোচুরি সবার  বেলায়
গাছে উঠে ভাসে ভেলায়
ভাব দেখিলে অক্কা পাই।


জ্ঞানী  গুণী  সর্ব মহল
সর্বজনে দেখায় আকল
মুখ লুকিয়ে হাসে সকল
মহৎ জনের মূল্য নাই।


তুচ্ছ  ভাবে গুরু  জনে
চলন বলন  আচরণে
নিজে পন্ডিত সর্ব জ্ঞানে
সংসারে তার শান্তি নাই।


দায় দায়িত্বে ভাগ বাটোরা
করে রাখে সকল খোঁড়া
প্রতিবন্ধী  সবাই  তারা
নিজের বলে কিছু নাই।


যারা ভাবে চালাক চতুর
তার পিছনে ঘুইরা প্রচুর
ভিন্ন মেরুর সবই ফতুর
কোথায় গিয়ে বিচার চাই!
----------------------
[বন্ধুগণ, এটি একটি ফানি দেশের ছড়া/কবিতা। কোন ব্যক্তিবিশেষকে ছোট করার প্রশ্নই আসেনা। আমি জুজু বুড়ির জায়গায় কাউকে বসিয়ে লিখেছি। আশা করি “টোটকা দাওয়াই” এর মতো ভুল বুঝাবুঝি হবেনা।]