মাশরিক থেকে উদয় হয়ে মাগরিবেতে অরূণ পাটে
সমান্তরাল ছুটছে তরী নোঙর ফেলবে নিজের ঘাটে,
কি উপায়ে দিবে পারি!  আসছে ধেয়ে তিমির রাত!
সহসা কোন অবেলাতে বেসাত খারিজ ধরার হাটে!
---------------------------------------------
শব্দার্থ : মাশরিক<পূর্বদিক, উদয়াচল / মাগরিব<পশ্চিম দিক, অস্তাচল ? বেসাত<ক্রয়-বিক্রয়, লেনাদেনা / খারিজ<বিলোপ, বাতিল, রহিত, বিনাশ।
-----------------------------------------------
বি.দ্র: আশা করছি রুবাই এক্সপার্ট কবি বন্ধুগণ দয়া করে একটু মনোযোগ দিয়ে পড়বেন। এই লেখাটিকে আমি যদি রুবাই বলতে চাই, তাহলে কি কি অসঙ্গতি আছে, বা কোন জায়গায় কি সংশোধন করা প্রয়োজন, তা যদি খোলামেলা মন্তব্য দেন, যথেষ্ট উপকৃত হবো।