দুর্নিবার তীব্র আকাঙ্খাগুলো
যেন সুতীব্র রৌদ্দুরে বাষ্পিভুত
অসহায় আত্মসমর্পণের বিলাপ চারদিকে,
ভিজুয়াল বিনিময়গুলো
যেন খুশির নার্ভাস বিলি করে পৃথিবীব্যাপি।
উদ্বেলিত আবেগের নির্বাক আকুতি,
নির্বিকার প্রকৃতির কাছে নাকাল,
আবেগের উষ্ণ চুমুকগুলো বাতাসে ওড়ে
নিষ্ঠুর মায়াবী জাল করে বিস্তার,
জীবনের পরতে পরতে।
উচ্চাঙ্গের সুরগুলো মিলিয়ে যাচ্ছে বাতাসে
সন্তোষের আক্রোশপূর্ণ আষ্ফালন,
যান্ত্রিক পৃথিবীর পথে পথে
প্রকৃতির উষ্মান্বিত ক্রোধ ঝরে পড়ে।
বোবা পাহাড়ের চূড়াগুলো
কেঁদে কেঁদে মিলিয়ে যায় অগ্নুৎপাতের পথে
ক্রোধের ভাঁজে লুকিয়ে থাকে আবেগ।
গলা নামিয়ে রহস্যঘন ভীতিকর উত্তাপ
নাকি সত্যিই কঠিন প্রতিশোধ,
উত্তর খুঁজতে হবে বহুকাল।