অপকর্ম এবং ভয়কে আড়াল করার জন্য
হুংকার একটি বড় অস্ত্র ইদানীং;
অন্ধকারের অধীনে বসবাস করে, কিংবা
কৌতূহলী গোপনীয়তায় দীর্ঘশ্বাসগুলোকে
সমাহিত করতে দেখে,
যখনই প্রাচীন ক্রোধ জ্বলে উঠতে শুরু করে,
তখনই আবেগের প্রতিশেধক
নছিহত করতে দেখা যায় যত্রতত্র;
তাতে আগুন মারা পড়ে,
মায়াময় কণ্ঠস্বর থেকে ঝরে পড়ে সুরের মুর্চ্ছনা!


একজন কবি শুকনো নীল চোখ দিয়ে এসব দেখেন,
মানুষ আগামীকাল যা খুঁজে পেতে চাইবে
একজন কবি আজকেই তা গুছিয়ে রাখতে চান;
কিন্তু সত্যের ভ্রূণকে জ্বলতে দেখে কবি যেন
আগুন ভোজন করেন, মুখ লুকিয়ে কাঁদেন!
মেঘের রূপালী আস্তরণের ভেতর
অক্ষম আবেগকে জমা রাখতে চান,
কবিতার আত্মাকে লুকিয়ে রাখেন রূপকের পেছনে,
অবাঞ্ছিত বিশ্বাসঘাতকতার চাপে
অনেক কবি হারিয়ে খোঁজেন নিজেকে!