চিন্তা এবং স্বপ্নের শরীর চিরে
অবিরাম ঝরছে টকটকে রক্ত;
যাচ্ছেতাই নিয়ন্ত্রণের চেষ্টা এবং
বর্বরের লেন্সে আমার মুসাবিদা নিরীক্ষণে পড়লেও
বাংলাদেশের মলিন মানচিত্র
বার বার ভেসে ওঠে আমার মননে;
নাগালের বাইরে যে দূরত্বটি আমাকে তাড়া করে
তারই আগুনে পুড়ে যায় সবগুলো কর্ম পরিকল্পনার নোট।
উন্মুক্ত দুঃখের গায়ে কখনো সখনো কাফন পড়িয়ে দেই;
অক্ষম খোলসে ঢুকে বিব্রতকর ব্যর্থতায়
আমার আত্মা হারায় কবিত্বের উত্তরাধিকার।