লক্ষ কোটি তারার ভীড়ে, কোন সে অজানায়
আমার সাধের দু’শো ঘুড়ি, কোথায় যে হারায়!
সুতো ছিঁড়ে পড়ছে কেটে, নাটাই খানা হাতে
কোথা গিয়ে খুঁজি তারে, কোন প্রহরের প্রাতে!


আগুন পরে দাঁড়িয়ে আছে, একটি অনাথ কাল
ঘুড়ির গায়ে লেখা ছিলো, সে কালের হালচাল।
অশ্রুর ওপর  ঝুলে থাকা,  এক শহরের ম্যাপ
আঁকা ছিলো সেই ঘুড়িতে,  চাতুরীর  প্রলেপ!


বন্ধু সুহৃদ হিতাকাঙ্ক্ষীর,  উষ্ণ  প্রেরণায়
এতোটা পথ পাড়ি দিলাম, মুক্তির চেতনায়!
কৃতজ্ঞতায় বন্দি হলাম,  সকল বন্ধুর তরে
সবার প্রতি আশিস জানাই, প্রাণের পরিবারে!