ফাঁপরবাজের জয় জয়কার
টিকে আছে তবিয়তে
সাধু বেশে শয়তানী তার
আড়াল করে সালামতে।


ভিক্ষাবাদের শিক্ষিতদের
তোষণ তাদের জোর গলায়
বসে বসে খুদ-কুড়া খায়  
ফ্যাসিবাদের পা’র তলায়।


কুত্তা যেমন লাথি খেয়ে
প্রভু দেখলে লেজ দোলায়
মগজ বেচা জ্ঞান-পাপিরা
জালেম শাহীর গানটা গায়।


নিরীহদের অশ্রু ঝরায়
বিত্ত-লোভীর নিত্য লোভ
এসব দেখে বিবেক গর্জে
শেকল ছেঁড়ার ব্যর্থ ক্ষোভ।


কংস ও তার সাঙ্গপাঙ্গ
শুনবে না তোর আব্দারে
ডাণ্ডা ওয়ালা পাণ্ডা সেজে
কষে লাথি মার ঘাড়ে।


বাঁচতে হলে জাগতে হবে
ঘুম থেকে তুই উঠরে ভাই
দিন হারিয়ে ঘুম ভাঙিলে
দেশটাই দেখবি তোদের নাই!