শতকের ঘরটি পূর্ণ হলো আজ
কিভাবে হলো বুঝতেও পারিনি
লেখায় নেই কোন গহনার সাজ
পাঠক মনতো ভরাতে পারিনি।


কখনো আমি হারিয়ে ফেলি দম
এইসব লেখায় কিবা হবে কাজ
রিচার্জ করে বাংলা কবিতা.কম
ফেরায় আমায় সব বন্ধুর মাঝ।


অনেক কিছুই পেয়েছি আসরে
ভালোবাসার নবীন প্রবীন বন্ধু
অনেক  শিখেছি এই পরিবারে
তারা একেকজন জ্ঞানের সিন্ধু।


কৃতজ্ঞতায় বন্ধুদের করি স্মরণ
দোয়া চাই  আজ সবার কাছে
সবার প্রতি শুভকামনা বন্ধুগণ
থাকবো সবাই  সবার মাঝে।
---------------------------
[প্রথমেই প্রভুর দরবারে হাজারো শুকরিয়া জানাই আমাকে তাওফিক দেয়ার জন্য। আজকে আমার শতকের ঘর পূর্ণ হওয়ার দিনে বাংলা কবিতা.কম -এর সর্বস্তরের প্রকৌশলী, কলা-কুশলী ও এডমিন প্যানেলকে কৃতজ্ঞতাসহ অশেষ ধন্যবাদ জানাই। এই আসরের সকল নবীন প্রবীন কবি বন্ধুর প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে যারা উৎসাহ দিয়ে এই পর্যন্ত টেনে এনেছেন, বিশেষ করে কিছু বন্ধু পরম স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে লেখার ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখে বরাবরই উৎসাহ দিয়ে গেছেন, তাঁদের ঋণ শোধ দেয়ার মতো আমার কাছে কিছুই নেই। মহান প্রভুর দরবারে আমার সেইসব প্রাণের বন্ধুদের জন্য আমি শুধু আশির্বাদ/প্রার্থনা/দোয়া চাই, প্রভু যেন আমাদের সকলকে সুস্থতাসহ দীর্ঘায়ু দান করেন।]