দেশে আজকাল উচ্ছিষ্টের বিনিময়ে
মীর জাফর ভাড়া পাওয়া যায়!
তারা রাতকে দিনে এবং দিনকে রাতের পেটে ঢুকিয়ে দিয়ে
অনায়াসে বলদের বাছুরকে গাধার বাচ্চা বানিয়ে
জনগণের সামনে তুলে ধরতে পারে!
ডিজিটাল লুটপাটের খ্যাতি ছড়িয়ে
অনুচিত শব্দ ও সর্বত্র উদ্বিগ্নতা স্প্রে করে
রাতারাতি জানোয়ারকে ভগবানে রূপান্তরিত করে ফেলে!
সরল বিশ্বাসী সাধারণ মানুষ
হতাহত ও ভয় দ্বারা পরিবেষ্টিত হয়ে
বিড়ম্বনার আক্রমণ সইতে থাকে নিত্যদিন।
প্রতারণার অগ্রগতি নিয়মিত তদারকি হয়
নিকৃষ্ট হতাশা বিলি করার মাধ্যমে।
নির্ভরযোগ্য মিথ্যার বেসাতি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে
অত্যন্ত কৌশলে ও ছলচাতুরীর মাধ্যমে
অতি স্পর্শকাতর আবেগকে বেড়া হিসেবে ব্যবহার করে
সরল মানুষের সহানুভূতি ছিনিয়ে নেয়ার কৌশল প্রয়োগ করা হয়!
অক্ষম বোধগম্যতার ধুম্রজাল তৈরী করে
কাটা হয় স্বদেশের শিকড়!