অর্জিত সুখগুলো বর্তমানের প্রশ্রয়ে
দূরবর্তী স্মৃতির আঙিনায় ছাই হয়ে ছড়িয়ে পড়ছে;
তাই, সুযোগ পেয়ে অভদ্র ভাগ্য
সময়ের ঘুর্ণায়মান কাটায় প্রায়ই হস্তক্ষেপ করে থাকে।
দুর্দশায় ঘেরা আশাস্থলের চারদিকে
চক্কর গিলে খায় অভিশপ্ত ঘুঘু!
আশীর্বাদের উপায় সনাক্ত করতে না পেরে,
দিনে দিনে নির্দোষ বছরগুলি জমা খরচের খাতায়,
অকার্যকর অবস্থায় ধুলোর পুড়ো স্তর হয়ে পড়ে থাকে।
ধৈর্যশীল নিয়তির আপাত হেয়ালি নির্দেশনায়
উচ্চাভিলাষী ঋণাত্মক দখল ঠেকাতে পারেনা,
হতাশার ঝাঁকুনি খেয়ে, সময় মেরামত করার যন্ত্রটি
অকেজো হয়ে পড়ে আছে,
মূর্ছাহত জনপদের ক্লান্তিকর অপেক্ষার সাথে!