কার ঘরে ভাত খাইলিরে তুই
গানটা গাইলি কার!
হইয়া গেলো আসল খবর
মুখটা ফস্‌কে বার!


জনগণে দিলি না-রে
চার পয়সার দাম,
ভাতারের নাম ভুইল্লা গিয়া
জপলি নাঙয়ের নাম!


নাঙের সাথে এতো পিরীত
চইলা যা তার দেশে?
তার কাছে তুই টয়লেট টিস্যু
ছুড়বে কামের শেষে!


কইরা গেলি বাহাদুরি
মীরজাফরের ভাই,
মৌমাছিদের ঘুম ভাঙিলে
খাইবি হুলের ঘাই!