আমাদের বৈশাখী নাকি আজ নাইওর এসেছে?
কখন এলো, কোনবা পথে, কিসে চড়ে, কেমন করে?
কি এনেছে সাথে করে?
আমি ছিলাম পথে খাঁড়া, কই, দেখিনিতো?
খোঁপার ভাঁজে বেলী ফুলের মালা পরে,
লালপেড়ে সেই সাদা শাড়ীর তরুণীরা কোথায় গেলো?
পেছন পেছন দুষ্ট কয়েক?
রবি বাবুর গান কি সবাই ভুলে গেলো?
ভার্সিটির সেই আলপনা পথ, চারুকলার ভাবধরা সেই ছেলে-মেয়ে?
নাচে গানে উল্লসিত শোভাযাত্রার শুভ্র সকাল?
সানকি ভরে পান্তাভাতে ইলিশ ভাঁজা, পেয়াজসহ শুকনা মরিচ?
হিন্দু মুসলিম এক কাতারে, ঢাকের তালে, দূরে কাদের উলুধ্বনি?
বটমূলের মেলাটা আজ কই হারালো?
নাগরদোলার দামাল কিশোর, হাতে বাঁশি, উড়ায় বেলুন,
মাটির পুতুল, খেলনা মিঠাই, চুড়ি-শাঁখা?
একতারা আর বুবুজেলা কিনে নিয়ে, পট্টি মাথায় বাড়ি ফেরা?
কাঠফাটা সেই চৈত্র খরায় মুকুল ঘ্রাণে পাগলপারা?
ভয় ধরানো কালো আকাশ, ঝড়ের আভাস?
হালখাতার সেই খোশ মেজাজী দোকানীটা?
সবাই গিয়ে কই পালালো? কই হারালো সকল কিছু?
চারদিকে আজ বিষাদ মাখা, ধ্বংস আভাস, কান্না ধ্বনি!