বুড়ো বানর বিচার করে
তাহার ছেলে চোর
হাতে নাতে ধরা পড়ে
তখন ছিলো ভোর।


বনের সবায় আসে তথায়
বিচার দেখার তরে
চতুর বেড়াল হুকুম দিছে
চোরকে আনো ধরে।


বুড়ো বানর ভেবে দেখে
চোরতো নিজের ছেলে
বেইজ্জতির হাত থেকে আজ
কেমনে মুক্তি মেলে!


সুযোগ পেয়ে বনের সবায়
স্বাক্ষী দিয়ে যায়
হারামজাদার অত্যাচারে
টিকে থাকা দায়।


শেয়াল পন্ডিত জেরা করে
ছেলে প্রতিবন্ধী
কেমনে এতো চুরি করলো
এসব ভুয়া ফন্দি!


এমন সময় বনের মধ্যে
আগুন লাগায় কারা!
চুরির বিচার ঢাকছে ঠিকই
বনটি পুড়ে সারা!