জানালার পাশে দাঁড়িয়ে
ধূসর সকাল থেকে সন্ধ্যা অবধি
গেলাসে গেলাসে গিলে চলেছি
ভগ্ন স্বপ্নের ছোট ছোট কুঁড়ি,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির বিরতির ফাঁকে
মুর্চ্ছার মতো আত্মপ্রকাশে উঁকি ঝুকি মারে রোদ।
কয়েদির ন্যায় কথোপকথনে
মেঘগুলো কেটে পড়ছে অজানা সীমান্তে;
তাতেই নিষ্কৃতির একটি আলো দীর্ঘশ্বাস ছেড়ে বেড়িয়ে এসে
অশ্রুসজল চোখে দাঁড়িয়ে যায় রাতের পৃথিবীর সামনে;
এখন সেই নীহারিকার আলোটিই পথ চলার সম্বল!