আজকাল হলুদের ভিড়ে,
সাদা চেনাশোনাগুলো প্রায়ই হারিয়ে যায় বলে,
খুঁজে পাওয়ার সামর্থ্যটাও
আড্ডায় সময় অপচয় করে নির্বোধ গলির মোড়ে!
বেদনার উত্তর খুঁজতে,
ছোট ছোট কান্নারাও ভিড় জমায় যত্রতত্র।
বিভ্রান্তিতে আবদ্ধ বধির সমাজের ঘাড়ে আশ্রয় নেওয়া,
সত্যিকারের পারগতাটুকুও অপরিচিত থেকে যায়,
চোখগুলোকেও আর হাসতে দেখা যায় না বলে,
উজ্জ্বল আশাবাদের ওপর ছড়িয়ে পড়ে রাতের ছায়া;
তাই জীবন নিঃসঙ্গ হাঁটে রাতের ছায়া মাড়িয়ে
অন্তহীন নির্মল আলোর খোঁজে!