আমলে নেয়ার সময় নেই বলে
প্রায়ই দুঃখগুলিকে গুছিয়ে
একটা পুরনো আলমারিতে রেখে দেই,
আর ক্লান্তিগুলি বস্তাবন্দি অবস্থায়
ঘরের এক কোনে ফেলে রাখি।
এতোটা পরিপাটির পরও
শোকাহত উচ্চাকাঙ্ক্ষার মুচকি হাসির দাগ লেগে
নোংরা হয়ে গেছে সময়ের আয়না,
এবং অল্প কিছু ভবিষ্যৎ
ময়লা ড্রেনের নিচে চাপা পড়ে গেছে।


নিরাশার ঢেউয়ের ডগায়
যখন আবেগের অবনতি ঘটে,
তখন আকাশের বিষণ্ণ মেঘ থেকে
অবিরাম ঝরতে থাকে নিঃশব্দ অশ্রুধারা!