আকাশের সিঁড়ি বেয়ে
বিবর্ণ মেঘ পথচারী
যে যার মতো গল্প করছে আর হাঁটছে,
নীচের অংশে আরও কিছু মেঘ
নোংরা থালা-বাসনের মতো জমে পড়ে আছে;
ভেজা ঘাসের ক্ষীণ কোলাহলের সাথে
কুয়াশার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে শেষ কার্তিক,
দগদগে গ্রীষ্ম ঢেকে দেয়া শরতের আর্দ্রতার পর
হেমন্তের কচি সবুজ ঘাসের উপর শিশির বিন্দু
প্রতিনিধিত্ব করছে ম্যাড়মেড়া সূর্যের।
একা, নিঃসঙ্গ উপত্যকায়
চোখ মুদে পড়ে আছে ক্লান্ত নদী,
উজ্জ্বল আশ্বাসে সতেজ প্রকৃতির স্বপ্নগুলো
কাটাচ্ছে তন্দ্রাচ্ছন্ন জীবন,
ঘোর লাগা ভোর
জানান দিয়ে যাচ্ছে নতুন দিনের আভাস!