আনমনে হাঁটে এক অচেনা শহর
ক্ষয়িষ্ণু দিনের শেষে কুড়ায় প্রহর,
জলভারে নত আঁখি পিছে ফিরে চায়
স্বপ্নের ঝোলা কাধে চলে অজানায়।


পরাজয়ের সঞ্চয় হাতে যাপে শর্বরী
হতাশার স্বাক্ষর বিছায় দিন বিভাবরী
মেঘের আড়ালে পালায় পাণ্ডুর চাঁদ
অবঘাতে বিপন্ন আঁধার ঘটায় প্রমাদ।


ধূর্তের অন্যায় মেনে ঘাড়ে আশ্রয়
ডেকেছে নিজের নাশ দিয়ে প্রশ্রয়
দুর্দশায় পতিত প্রহর সুখ হাতরায়
মুক্তির কবর খুঁড়ে দুঃখে কাতরায়।


ঘুমঘোরে বিলাসিতা হারায় সাহস
মোনাফেক পদচুমে লোভের পরশ
খালি বুকে কেঁদে যায় তপ্ত ভুবন
মূর্খ বিবেক কাটায় পিষ্ট জীবন।
------------------------------------
বি. দ্র: বন্ধুগণ, সময়ের অভাবে আপনাদের অনেকের পাতায় মন্তব্য করতে পারিনা এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলোর উত্তরও দিতে পারিনা বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।