তুমি যাকে দোষী ভাবো, সেটি কিন্তু প্রচারময়
স্বচেগুরা ছিটিয়ে দিয়ে, কুশিলবে আড়াল রয়।
সকল দোষ অন্যের ঘাড়ে, শিকড়সহ নয়-ছয়
নিজে থাকে নিরাপদে, অপকর্মে ফায়দা লয়।
মিথ্যে প্রচার সত্যে ভ্রম, দিনকাল হচ্ছে পাত
অস্তিমজ্জা হাড়-মাংস, সবই হবে কুপোকাত।
চুরি করে সাধু সেজে, মেকি প্রচার জয়োল্লাস
চুপচাপ থেকে তুমি,  ডেকে আনো সর্বনাশ!
শিকড় ঢেকে ভট্ট ঘুরে,  সাধন ভজন হরিলুট
চারিপাশে সবই ফাঁকা, অবশিষ্ট জীবন ঝুঁট।
মূঢ়ের রাজ্য কায়েম করে, মুর্খতা হয় চাষাবাদ
অগাকান্ত জীবন দানে, দয়ার শরীর জিন্দাবাদ!
------------------------------------------
আমার প্রিয় কবি বন্ধুগণ! আমার পাতার অখাদ্য লেখাগুলো পড়েও আপনারা সব সময় সুন্দর ও উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করে থাকেন। ইদানিং সময়ের অভাবে আমি আপনাদের অনেকের পাতায়ই যেতে পারিনা এবং আপনাদের মন্তব্যগুলোরও উত্তর দিতে পারিনা। তাতে আমি নিজের কাছেই নিজে খুবই বিব্রত বোধ করি এবং অপরাধ বোধে ভোগী। তাই সাময়িক সময়ের জন্য মন্তব্যের পাতাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।