আকাশটা ক্ষেপে আছে, পেটে ক্রুদ্ধ মেঘ
গর্জন যেন সংহার, নির্দয় ঘৃণার আবেগ,
বুকে ভাঁজ করা হাত, এতিম পৃথিবী কাঁপে
ভয়ে শঙ্কিত অস্থির, ক্রোধ-গর্জন তাপে,
সভ্যতার গালে হাত, কপালে চিন্তার ভাঁজ
কালের নির্মম শোধ, শোধিবে যে আজ,
নিষ্ঠুর নির্মম রসিকতা, সঞ্চিত যত পাপ
সভ্যতার চাদর উদোম, উন্মুক্ত শেষ ধাপ,
অব্যক্ত পীড়নে নীল, সময় যন্ত্রণায় কাঁদে
পায়নি নাজাত অনুনয়ে, বন্দি নির্মম ফাঁদে,
কতো তিথি কাঁদে জননী, ধরায় লুটায় আঁচল
পেয়েছে যত অবহেলা, অসভ্য কোলাহল,
প্রতি পলকে কাতরায় স্বর, ধরেছো তার টুঁটি
অপরাধ গিলে খায় অর্থ, ইনসাফ ভ্রুকুটি,
ধ্বজাবাহী পূজারীর দল, চৌদিক পিটায় ঢাক
ত্রিদিকের ধ্বনি ফিরে, এক দিকে হাকডাক,
ত্রস্ত পূজারী কম্পিত হাত, জাহির সব ভেদ
লুটায় পূজার ফুল, ন্যাকামোর শিরোচ্ছেদ।