কিছু স্বপ্ন লিখে রেখেছিলাম ভোরের ত্বকে,
স্বপ্নগুলি রঙিন করতে
গোধূলী লগ্নের অপেক্ষা করতে হবে
এমনটা কখনো ভাবিনি।
কতক এখনো বাতাসে ঝুলছে,
বাকীরা প্রাগৈতিহাসিক কিছু শব্দের প্রশ্রয়ে
দুশ্চিন্তাগ্রস্ত আগামীকালের মতো
গালে হাত দিয়ে বসে আছে।


বিনয়কে কষ্ট দেয়া
কিছু হিমায়িত হৃদয়ের প্রতিদান স্বরূপ
আমি বিচরণ করি,
বাধ্যতামূলক দত্তক নেওয়া ঘুমের ভেতর।
চিন্তাগুলি নবায়নকৃত পথ হারিয়ে
আমার অশিক্ষিত মেরুদণ্ডের ওপর ভর করে
সাঁতার কাটে মহাকালের উত্তাল স্রোতের দিকে!