অপরিমাপযোগ্য অবাস্তবতার আত্মা
প্রতিনিয়ত সিনিয়র ক্ষয়ক্ষতির ভয়ঙ্কর রূপকে,
পুষ্টিকর অর্থনীতির চকচকে জামা পড়িয়ে
এক প্যাকেট গাঁজাখুরী আদর্শের প্রশংসা হাতে,
দাঁড় করিয়ে রাখে চার রাস্তার মোড়ে!
জনতা তারিফ করতে করতে রাস্তা দিয়ে হাঁটে, আর
হা করে তাকিয়ে থাকতে গিয়ে হোঁচট খায়!
জড়িত স্থানে মলম লাগিয়ে
আবার বিরামহীন তাড়া খেয়ে চলতে থাকে!
অথচ কি আশ্চর্য
রসুনের কোয়ার মতো বারোটি মোড়ের লালসা
ঠিক এক জায়গায় এসে মিলিত হয়, এবং
পদদলিত গৌরবে জনতার ঘাড়ে আশ্রয় নেয়!