অস্ত পারে বিলয় কিরণ
দশ দিকে আঁধার নেমে,
ঢেকে গেছে আলো রেখা
যাবে কোলা-হল থেমে।


কিভাবে পার হবে যাত্রী
কালো রাতির পারাবার,
কুদৃষ্টির কবলে রাজ্য
পরেছে সে বারং বার।


উল্টা চালে আলো বিনাশ
খেয়ে করলে সব সাবার,
ভেবে ছিলে পার পেয়েছি
যমে টানে এক কাতার।


রসদ ভান্ডার খালি বলে
উত্তেজিত ক্রুদ্ধ রোষ,
জ্বরতপ্ত আলোর বাতি
কে ঠেকাবে আজি ধস।


নিজের হাতে বধ করেছ
আলোর শিখা পাবে কই,
ধেয়ে আসে তিমির বিনাস
পালাবার পথ রুদ্ধ ওই।