পাপের ভাঁড়া পূর্ণ করিয়া,  পাপী কাঁদে হায়
মৃত্যু সামনে দাঁড়িয়ে আজ, কি হবে উপায়।
চিন্তককে ডেকে কয় পাপি, বহু খেয়েছো নুন
আজ আমাকে করো উদ্ধার, দেখি বুদ্ধির গুণ।
চিন্তক কয় দুঃখিত আমি,  বুদ্ধির দৌড় শেষ
আমার পেয়ালাও ভরা, নিজেই বিপদে বেশ।
পাপি ও চিন্তক দু’য়ে মিলে, কান্দে জারে জার
কি হবে আজ ওপারে গিয়ে,  কে করিবে পার।
তাই দেখে হাসে নিয়তি, দুনিয়া ভেবেছো সরা
সময় থাকতে যদি বুঝতে, সুন্দর হতো ধরা।