হাজার ঘটনা ঘটে দুনিয়ায়, ঢাকাও পরে যায় হররোজ
  ঘটনার পিঠে ঘটে মহা ঘটনা, কেবা রাখে তার খোঁজ।
              নয়কে ঢাকে তেরোর বেড়া,
              বিশের ঘর মহাকালে ঘেরা,
মাহেন্দ্রক্ষণে করোনার ব্যাঘাত, ভগবান খায় বিষণ্ণ ভোজ!
নব্বই’র ঘরে পাঁচের হানা, ম্যাজিক দেখায় চেতনার ডোজ!


   নিরাপদ ঘরে শকুনের থাবা, ভেঙ্গেচূড়ে সব খান খান
  জনতার হক মেরে তস্কর হাঁটে, শিনাটুকু করে টানটান!
              হাজারো প্রাণের হেফাজত নেই,
               ভয়ভীত জনগণ হারায় খেই,
  চারদিকে শুধু চুরি আর চুরি, ভুখানাঙা মানুষের যায় জান
চিকিৎসার নামে মহা-জালিয়াতি, বেঘোরে মানুষ হারায় প্রাণ!


ফাঁসিতে চড়ে সব বলির পাঠা, গরাদের ওপারে কাঁদে মজলুম
ফাঁসির কয়েদী হাসে সাধুর ঘরে, মূঢ়ের জামানায় নাই মালুম
                 পশুতন্ত্রের ঢাল চেতনার খুঁটি,
                চেপে ধরে আছে মানুষের টুঁটি,
বালিশের তলে কলাগাছের মাথা, রূপপুর গায়েব বেমালুম
স্বদেশের অস্তিত্ব বিলীনের পথে, অগারা ঘুমায় বেঘোর ঘুম!


দিনে দিনে হয় তামাশার খোড়াক, জঙ্গি নামের ভাঙ্গা ঢোল
সোস্যাল মিডিয়ার চিপাচাপা দিয়ে, দু’এক রটনায় বাঁধে গোল।
             চোরে চোরে মিলে চোরতুতু ভাই,
              চাটা-পুটা জোট করে খাই খাই,
   বেশ্যার ঘরে নেতার আয়েশ, কোলে উঠে তারা খায় দোল
ফাঁস হলে আসে ভূইফোড় নাটক, জিকির তোলে সব হরিবোল!


ঘাড়তেড়া কোন ব্যারিষ্টার মাড়ায়, সানি লিওনের ক্ষেতের আল
   সিনহা রাশেদ চাপা দিয়ে দেয়, কসাই কোন্ প্রদীপের পাল
             ডাকাত বাঁচাতে মাঠে গোপাল ভাঁড়,
              খুঁজে পায় শাহেদ, সম্রাটের ঘাড়!
    বালিশের তলে পিস্তল রেখে, ঘুমিয়ে থাকা শিক্ষার হাল
   সেই কাণ্ড ঢেকে দেয় আসি, নিরীহ কোন হরিণের ছাল!


   চেতনা নামের ফুটপাতের বড়ি, খাওয়ার নিয়ম ভর পেটে
    খালি পেটে খেয়ে চাটার অসুখ, ঔষধ বানায় গু-বেটে!
                  প্রভুর দেয়া ঔষধে তেতাল,
                  খুশির ঠেলায় অন্ধ বেতাল!
      নেতার দেয়া গু’য়ের থালা, হালুয়া ভেবে খায় চেটে!
      খাওয়ার পরে মিলে যায় কিছু, এঁটো কাটা করপুটে!
----------------------------------------------------------
বি.দ্র. : আমি পরিচ্ছন্ন রাজনীতির প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল। আর একমাত্র পরিচ্ছন্ন ও ন্যায়ভিত্তিক রাজনীতিই পারে একটি দেশ ও সমাজকে কাঙ্খিত লক্ষে পৌঁছে দিতে। শেষের দুই লাইন কোন রাজনৈতিক নেতা বা কর্মীর জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র তেলবাজ মিডিয়া, চাটার দল, দেশের শত্রু ও গাদ্দারের জন্য প্রযোজ্য, যারা সব সরকারের সময়েই রঙ বদলায় এবং দেশের প্রচলিত রাজনীতিকে গণমানুষের কাছে ভীতশ্রদ্ধ ও কলুষিত করে চলে।