এখন পৃথিবীতে প্রকাশ্যে মুখে মুখে এজমালির যুগ
কিন্তু ভেতরে বিধ্বংসী, স্বার্থান্বেষী ও কৌশলী প্রয়োগ,
শুধুই মানবতা বিনাশি কৌশলের ইতরামি।
উদ্বাস্তু, ক্ষুধা, হত্যা, সম্পদ কব্জা করার নগ্ন লোভ,
প্রতিটি সীমান্তে বারুদের নির্লজ্জ কসরত;
জেদের আগুনে পুড়ছে কোটি কোটি জীবন্ত আধমরা মানুষের বাঁচার স্বপ্ন,
সমস্ত পৃথিবীর শরীরে ফাটল, ফাটল বেয়ে ঝরে পরছে অবিরাম রক্ত।
শতছিদ্র, কিন্তু প্রপাগান্ডায় ছিদ্রহীন শোষক দল
প্রতিনিয়ত উৎপাদন করছে ন্ত্রাস ও ভয়ের রাত্রি;
সফরে ক্লান্ত শতকোটি মানুষের ক্ষুধা
অসভ্যতার চাদরে ঢাকা পৃথিবী মারাত্মকের দ্বারপ্রান্তে
অত্যাচারের ভারে পৃথিবীর ভাঁজে ভাঁজে বয়সের ছাপ;
দুর্দশাগ্রস্ত দীর্ঘশ্বাসগুলো যেন চুল্লির আগুনে পোড়াচ্ছে সভ্যতাকে,
কে বাঁচাবে তাকে!
কারণ গ্রীষ্মের মতো সাহসী যুবকদের হাত থেকে খসে পড়ে
সবগুলো রক্তে ভেজা পতাকা।