পাতি চামচার অত্যাচারে, টিকে থাকা দায়
দা’য়ের স্থলে কায়দা করে, কুড়ালটা লাগায়।
ধান্ধা খোঁজে যেন তেন, জিম্মি আজ সমাজ
ভয় দেখিয়ে ঝারি মেরে, সেরে ফেলে কাজ।
ময়-মুরুব্বি গুরু জনে,  আদব আচার নাই
সমাজ যেন আধমরা আজ, জুলম সর্বদাই।
ন্যূনতম চোখের পর্দা, নাইতো তাদের লাজ
জ্ঞানী-গুণী দুরে থাকে, ইজ্জত বাঁচায় আজ।
হাস্যকর আর ছোট খাট, কসুর কারো পায়
লক্ষ টাকার ধান্ধা পানি,  মিলে মিশে খায়।
গ্রাম্য সমাজ পঁচে গেছে, জ্ঞানীরা ভয়-ডরে
চোরে করে সমাজ শাসন, নেতা ঘরে ঘরে।
ন্যায়নীতি বা আদর্শবান, খায় যে গলা ধাক্কা
জুলুমকারী যাহা বলে, তাহাই সেথায় পাক্কা।
এমনি করে ডুবছে সমাজ, জুলুম অত্যাচারে
দিনে দিনে যাত্রা তাহার, গভীর অন্ধকারে।