ধূসর স্বপ্নগুলি, অস্বীকৃত ভাগ্যের দুয়ারে
দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে পড়ে!
তাই হতাশার অশ্রুতে ভেজা দস্তাবেজ
রোদে শুকিয়ে পাঠ উপযোগী করার পরও
প্রতারণার শরণার্থী মেঘ,
দাবী করে বসে আত্মস্বীকৃত উত্তরাধিকার!
সময়ের সাথে কষাকষির করে,
তার ওয়ারিশানা পরিশোধ করা হয়, কিন্তু
বিভ্রান্ত বিশ্বাসে পোষণ করতে থাকে কাঁচা নগ্ন ধারণা;
যথাযথ ব্যথা এবং কষ্টরা,
আনন্দের প্রাক্তন ঘ্রাণ খোঁজে দুর্ভাগ্য উপকূলে!