আমার দুর্বিনীত আকাঙ্খাগুলো প্রায়ই
কাঠগড়ার আসামী আমাকে
জনমানবহীন নিঝুম প্রান্তরে তুষার কণায় ঢেকে ফেলে।
কংকালসার দ্বিপ্রহরে হেঁটে যাই,
চারদিকে অনুভূত নিঃশ্বাস, কিন্তু আপাতত কেউ নেই;
আমার দুর্দশাগুলো দ্বারে দ্বারে, প্রশ্নের প্রতিধ্বনির ন্যায়
বার বার ফিরে আসে;
এখানে কি কোন কালে মানুষের বসতি ছিলো?
অথবা ধাবমান আত্মার রহস্যময় ভুতুরে জনপদ!
কিংবা মেয়াদ উত্তীর্ণ কোন পৃথিবী?
আমার অস্তিত্ব দুরূহ উত্তর খোঁজে
প্রাণহীন নীথর অস্তরাগে।