আকাশ আর চাঁদের প্রণয়
পূর্ণিমা হয়ে ঝরে পরে পৃথিবীর জমিনে,
কিন্তু বাতিকগ্রস্ত আকাশের কিছু নির্লাজ মেঘ
স্পর্ধিত নির্ভীক, ঢেকে দেয় চাঁদের আলো।
আধমরা আলোয়-
নিস্তব্ধ পড়ে থাকে দিনের নিস্প্রাণ কঙ্কাল,
রাতের অস্পষ্ট প্রলাপে-
ত্রস্ত জোনাকিরা কুড়ায় কষ্টের নুড়ি।
ক্লান্ত সময় অতন্দ্র দয়িতার চাহনীর ন্যায়
খুঁজে ফেরে হারানো সুরের প্রভাত;
প্রাণহীন পড়ে থাকা ধূসর ভূবন
ধূলিতলে বুনে যায় সুখের ফসিল!