স্বৈরাচার আজ কেড়ে নিছে ভোটের অধিকার
দিনের ভোটকে রাতে লুটে বেড়ে গেছে বার
লুটে পুটে  খাচ্ছে সকল
দিনে দিনে বাড়ছে ধকল
চলছে নিধন সমান তালে  জনতা খায় মার
মগের মুল্লুক তৈরী করে দেশখানা ছারখার।


ব্যাংক বীমা আর অর্থ খাতে চলছে চুরির ধুম
ছোট খাট ব্যবসায়ীদের  নেইতো চোখে ঘুম
দিন মজুরে কর্ম হারা
প্রতিবাদী রাজ্য ছাড়া
চোরে পাচ্ছে জামাই আদর সাধু হচ্ছে গুম
পর্দা বালিশ বালতি টেষ্টে ছন্নছাড়া ভূম।


সাগর-রুনির হত্যাকারী আছে নিরাপদে
বিশ্বজিতের আত্মাখানা নির্বিচারে কাঁদে
আবরার  কিংবা তনু বলো
সিনহার বিচার ঢাকা হলো
এমন হাজার লক্ষ বিচার স্বৈরাচারের ফাঁদে
চুরি-দারির পাল্লায় পড়ে দেশ পড়েছে খাদে।


অলস বসে তামশা দেখে দেশের জনগণ
দৈব শক্তি পার  করিবে  ভাবখানা এমন
দিনে দিনে বাড়ছে দেনা
ঘরে বসে পার পাবে না
আঘাত করো দেশকে বাঁচাও রুখো নীপিড়ণ
প্রতিরোধে চোরের  গোষ্ঠী করবে  পলায়ন।