আশকারা পেয়ে পেয়ে মাথায় ওঠা ভাবনাগুলোর ন্যায়
ইদানিং আমার হাঁপানো স্বপ্নগুলো স্মিত হাসে,
আর নীহারিকার গতিপথ অনুসরণ করে
চলতে থাকে ধাবমান মেঘেদের রাজ্যে।
বিরক্তিগুলো তৃষ্ণার্ত হয়ে বিরামহীন কাঁদতে থাকে
দিন কিংবা রাত্রির অন্তরালের সময় হিসেব করে।
তবে প্রতিধ্বনিগুলোকে একটি আনন্দের শব্দে
আবদ্ধ করে ধরে রাখতে পারেনা!
তবে এই নিয়ে আমার কোন ক্ষেদ নেই;
যেমনটা ছিলোনা-
পুত্রজায়া’র ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময়।