চিন্তাগুলো ছুটছে অবিরাম, ছুটছে
অভয়ারণ্যের সন্ধানে,
শহুরে কোলাহল থেকে অনেক দূরে,
প্রকৃতির কণ্ঠে মোহিত আত্মার ভেতর আশ্রয়ের নেশায়!
যেখানে উচ্ছিষ্ট মেঘেরা,
আকাশ নীলের জমিনে, অবাঞ্চিত আগাছার মতো বেড়ে ওঠে,
তারই আদলে,
স্বপ্নাহত একটি ভেজা শহর হাতে, দাঁড়িয়ে ছিলাম আমি,
বেজন্মা আঁধারের সাঁজোয়া ব্যারিকেডে।
সূর্যালোকের সমাপ্তিকালের পরে
সেখানে প্রতিনিয়ত দেখেছি,
সময়ের কানে বিষ ঢালে অপবিত্র আত্মার পশু,
দ্রোহরা একঠায় দাঁড়িয়ে থাকে বিবর্তনের করোটিতে,
মানুষের বেদনা বহন করে,
কালের স্বাক্ষী হয়ে ইতিহাস গড়ে হলদে সংবাদ!
অযৌক্তিক বিদ্বেষে,​চিৎকার করে রক্তাক্ত যন্ত্রণা!
আমার পাশাপাশি, উর্ধশ্বাসে ছুটছে আরেকটি প্রাণী-
সামাজিক দায়বদ্ধতার ঘাড়ের ওপর
রাজনীতির প্রত্যাশা ভর করা, একটি পঙ্গু ঘোড়া!