হ্যালো হরিদাস, কতবার কল দিস, ধৈর্য নাইরে তোর!
ঘন্টা খানেক আটকে আছি, শাহাবাগের মোড়,
চারিদিকে চলছে আজি, দেশোদ্ধারের ঘোর;
ডানের রাস্তা বন্ধ, ভিআইপি যাবে ভাই
যতটুকু দেখতে পাচ্ছি একটা কুত্তাও নাই!
নেতার নিরাপত্তা বলে কথা, তাই!


বায়ের দিকে, ভার্সিটির রাস্তা দিয়া
রাজার গদি উল্টে ফেলছে কতক নুরা মিয়া!
পিজির গেটে খাঁড়া কতক, রঙিন ব্যানার নিয়া;
এই পানি পানি, বাদাম, চানাচুররর, কারো হাতে থালা
স্যার পাঁচ টাকা, নেবেন বেলী ফুলের মালা!
সকাল থেকে খাইনি কিছু, পেটে বড়ই জ্বালা!


তুইতো জানিস, রাস্তার বাড়াবাড়ি
নড়াচড়া করলেই পুলিশ, দিচ্ছে লাঠির বাড়ি
বুঝলিনা! নেতার চাকর, তাই অতিরিক্ত ঝাড়ি!
যেমনটা নেতা বলেন, মারছো বসে গুল!
যাও সভাসদ, পেরে আনো ফুল, করোনাকো ভুল
চামার সকল উপড়ে আনে শিকড়সুদ্ধ মূল!


রাস্তা জুড়ে বাজছে করুণ এ্যাম্বুলেন্সের সুর
হাসপাতালটি কাছেই কিন্তু, নয়তো অনেক দুর
রোগী ক’টার রফা-দফা, নাকি অচিনপুর!
বসে আছি, মুখে এঁটে খিল,
লেজটা কি তার মৎস্য ভবন, নাকি মতিঝিল!
গোটা দশেক দেশ সফরে, পাইনি এমন মিল।