অনেক ঘটনার সহজ কোন যুক্তি থাকেনা
তাই আমার আপাতত অযৌক্তিক দুঃখের দরকার নেই,
আমার দুঃখ মাপার একটি যন্ত্র দরকার;
আমি দিনে দিনে অনেক দুঃখ সংগ্রহ করে
থরে থরে সাজিয়ে রেখেছি মায়াবী আড়ষ্টতায়,
আমি তাদের নিজ হাতে পরিচর্যা করি;
তাদের সাথে গল্প করে
আমার অনেক দুঃখের রাত্রি কেটে গেছে অবলীলায়।
বিষণ্ণতার ভাঁজে আমার জীবনের
পুরাতন যে পৃথিবীটা একা দাঁড়িয়ে থাকে,
আমি প্রায়ই সেই নিয়ে তাদের সাথে গর্ববোধ করি;
কিন্তু আমার দীর্ঘশ্বাসের প্রতিধ্বনিগুলো
প্রায়ই একটি আনন্দের ফ্রেমে আবদ্ধ হতে চায়,
আমি স্বেচ্ছাবন্দী সেই আবদ্ধ জালে।