শবদেহের মতো শীতল নগরী;
চারদিকে অসুস্থ সভ্যতার গেরস্থালী,
সময়ের শোকে দুঃখ-ভারাক্রান্ত প্রকৃতির বিলাপ,
চারদিকে শুধু প্রেতাত্বার রহস্যময় আনাগোনা,
সন্ত্রস্ত পাখিরাও যুগাবদি প্রস্তানের ভয়ে আগুন পোহায়,
তাই দেখে নক্ষত্রেরা তাচ্ছিল্যে চোখ টিপে!
বিশালদেহী কষ্টাত্মার কান্না দেখে
বিচ্ছিন্ন ইতিহাসের পাতা উল্টাতে থাকি
এবং বার বার নিজেকে দাঁড় করাই
বাঘের চেয়েও ভয়ঙ্কর সত্যের মুখোমুখি!
মরাধরা উৎসর্গে আরাম খুঁজে পাওয়ার আশায়
সুবোধ বালকের ন্যায় পথ চলি,
কিন্তু পরক্ষণেই দেখি-
ধৈর্য নামের অক্ষমতা শুয়ে থাকে আমার কোলে!