তৈলাক্ত বর্ণের স্তাবক তোড়ায়
পৈশাচিক উচ্চাভিলাষে মত্ত পতিত আস্ফালন!
দূর অতীত থেকে
একটি মেয়াদোত্তীর্ণ অনাচার
ছুড়ে মারে ঘুমন্ত বর্তমানের দিকে,
আর তাতেই জনপদের সর্বত্র
ছড়িয়ে পড়ে প্রাচীন ভোগান্তি।
শিশুর ভাঙ্গা খেলার মতো
সবকিছু ভুলিয়ে দেয়
সময়ের বিবেকহীন ঘূর্ণন।
অস্পষ্ট অন্ধকারে
আবারো নতুন করে শুরু হয় দানবীয় খেলা,
বিকৃত লালসার-
অন্যায় চেহারার দীর্ঘায়িত ছায়ায়,
উৎপাদন করা খ্যাতি মিশ্রিত খোঁড়া সুনাম পিঠে
অশ্লীল বিভ্রমে হাঁটতে থাকে,
আর তাদের দিকে অপদার্থ চোখে
তাকিয়ে থাকে একরাশ হতাশার কাফেলা,
এই সুযোগটা ষোল আনা উশুল করে
স্বৈরাচারী দানব।